জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন, আশুলিয়ার শ্রমিক নির্যাতনের অভিযোগ খতিয়ে দেখা হবে। আজ দুপুরে কমিশনের কারওয়ান বাজার কার্যালয়ে চেয়ারম্যানের সঙ্গে দেখা করে আশুলিয়ার শ্রমিক ইস্যুতে তার হাতে স্মারকলিপি তুলে দেয় গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের ১২ সদস্যের একটি দল।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান স্মারকলিপি গ্রহণ করে জানান, আশুলিয়ার আন্দোলনরত শ্রমিকদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ আইনে মামলা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। শ্রমিক নির্যাতনেরও অভিযোগ করছেন শ্রমিক নেতারা। আমরা এসব বিষয় খতিয়ে দেখবো।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের কাছে দেওয়া স্মারকলিপিতে জানানো হয়, শ্রমিকদের উপর নানা নির্যাতন চলছে। কাজে যোগ দেওয়া শ্রমিকরাও মামলা ও ছাঁটাই আতঙ্কে রয়েছেন। স্থানীয় মাস্তানদের দিয়ে ভয়-ভীতি দেখানো হচ্ছে, যা মানবাধিকারের লঙ্ঘন। শ্রমিকদের মানবাধিকার লঙ্ঘন রোধে জাতীয় মানবাধিকার কমিশনের হস্তক্ষেপ কামনা করা হয় স্মারকলিপিতে।
বিডি প্রতিদিন/এ মজুমদার