কুয়াশার আবরণে ঢাকা পড়েছে তুরাগ তীর। পাখি ডাকার আগেই বইছে আজানের ধ্বনি। আজানের ধ্বনিতে জাগ্রত মুসল্লি। মুসল্লির কণ্ঠে আল্লাহু আকবর ধ্বনি।
তাবলীগ জামাতের শীর্ষ মুরব্বীদের গুরুত্বপূর্ণ বয়ান ও মুসল্লিদের নফল নামাজ, তাসবিহ তাহলিল, জিকির আসগারের মধ্য দিয়ে শনিবার বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০ থেকে ১২টার মধ্যে যেকোনো এক সময় আখেরি মোনাজাতের মধ্যদিয়ে এবারের বিশ্ব ইজতেমার প্রথম দফা শেষ হচ্ছে।
কাঙ্ক্ষিত আখেরি মোনাজাত ভারতের শীর্ষ মুরুব্বি মাওলানা সা’দ পরিচালনা করবেন বলে জানা গেছে। শনিবার বাদ ফজর ভারতের মাওলানা মো. জামশেদের বয়ানের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের বয়ান শুরু হয়। এ বয়ান বাংলায় তরজমা করেন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন। বাদ জোহর বয়ান করেন ভারতের মাওলানা মুশতাক আহমেদ। বাদ আছর বয়ান করেন ভারতের মাওলানা ইউসুফ। বাদ মাগরিব বয়ান করে তাবলীগ জামাতের শীর্ষ মুরুব্বি ভারতের মাওলানা সা’দ।
বাদ আছর বয়ান শেষে বরাবরের মতো যৌতুকবিহীন বিয়ে হওয়ার কথা থাকলেও এবার এ বিয়ে আনুষ্ঠানিকভাবে হচ্ছে না বলে জানিয়েছে বিশ্ব ইজতেমার শীর্ষ জিম্মাদার প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন। যৌতুকবিহীন বিয়ে সংশ্লিষ্ট এলাকার মসজিদে হবে বলে জানা গেছে।
দ্বিতীয় দিনেও ইজতেমাস্থলে মুসলিদের আগমন অব্যাহত রয়েছে। বিশ্ব ইজতেমা উপলক্ষে শিল্পনগরী টঙ্গী এখন ধর্মীয় নগরীতে পরিণত হয়েছে। আখেরি মোনাজাতের আগ পর্যন্ত মানুষের এ আগমন ঢল অব্যাহত থাকবে। রবিবার প্রথম পর্বের আখেরি মোনাজাত উপলক্ষে টঙ্গী বেসরকারি কল কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। মুরব্বীদের বয়ান চলাকালে পুরো ইজতেমা ময়দান জুড়ে পিনপতন নীরবতা নেমে আসে। সকালের তীব্র ঠান্ডা বাতাস ও কনকনে শীত উপেক্ষা করে মুসল্লিদের অধিক মনযোগ সহকারে মুরব্বীদের মূল্যবান বয়ান শুনতে দেখা গেছে।
শনিবার ইজতেমা ময়দানে আরও ১ জন মুসলির মৃত্যু হয়েছে। এনিয়ে এ পর্যন্ত ইজতেমায় ৭ জন মুসল্লি মারা গেছেন।
বিডি প্রতিদিন/১৪ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম