ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। আজ দিবাগত মধ্যরাত ২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
দৌলতদিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক আবু আবদুল্লাহ জানান, রাতে ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। তবে কুয়াশা কমে গেলে ফের ফেরি চলাচল শুরু করা হবে।
এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় নদীর উভয় পাড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
বিডি প্রতিদিন/২১ ডিসেম্বর ২০১৭/হিমেল