ঘন কুয়াশার কারণে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক হয়েছে। আজ সকাল সোয়া ৯টার পর বিমান চলাচলের অনুমতি দেয় বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
সকালে প্রথমে বাংলাদেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-১০১ ফ্লাইটটি সকাল ৯টা ২০ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। এরপর থেকে বিলম্বিত ফ্লাইটগুলো একর পর এক উড্ডয়ন ও অবতরণ করতে থাকে বলে জানা গেছে।
এর আগে বুধবার (২০ ডিসেম্বর) দিনগত রাত সোয়া ২টার পর থেকে বিমান চলাচল বন্ধ করা হয়।
বিডি প্রতিদিন/২১ ডিসেম্বর ২০১৭/হিমেল