উৎসবমুখর পরিবেশে রংপুর সিটি করপোরেশনে (রসিক) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে জানিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেছেন, ‘আমরা বলেছিলাম রংপুর সিটি করপোরেশনে মডেল নির্বাচন করব। সেই মডেল নির্বাচনই হয়েছে। এখানে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়েছে। এই নির্বাচনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে নির্বাচন ব্যবস্থা আরও উন্নততর করবো।’
বৃহস্পতিবার রংপুর সিটি করপোরেশন নির্বাচন শেষে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
বিএনপির পোলিং এজেন্টদের বের করে দেয়া হচ্ছে বিএনপির যুগ্ম-মহাসচিব রহুল কবির রিজভীর এমন অভিযোগ প্রসঙ্গে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, ‘এ ধরনের কোনো অভিযোগ আমরা পাইনি। আমাদের তথ্যমতে এ অভিযোগ সত্য নয়। তারপরও যেহেতু তারা অভিযোগ করেছেন, কমিশন সেটা নিয়ে বসবে। অভিযোগের ভিত্তি আছে কিনা কমিশন সেটা খতিয়ে দেখবে।’
বৃহস্পতিবার সকাল ৮টায় রসিকের ১৯৩টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। মেয়র পদে দলীয় প্রতীকে সাত প্রার্থীর সঙ্গে ৩৩ ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ২৭৬ জন।
রসিকের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৩ হাজার ৮৯৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৬ হাজার ২৫৬ এবং নারী ১ লাখ ৯৭ হাজার ৬৩৮ জন।
বিডি প্রতিদিন/২১ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম