রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, বর্তমান সরকারের আমলে রেলে একশ শতাংশ উন্নয়ন সম্ভব হয়েছে আর বিএনপি সরকারের আমলে রেলের কোনো উন্নয়ন হয়নি। তিনি বলেন শেখ হাসিনা সরকারের আমলে রেলের উন্নয়ন করার কারণে সড়ক পথের উপরে যাত্রীদের চাপ কমেছে তাই সড়ক দুর্ঘটনাও হ্রাস পেয়েছে।
তিনি আরও বলেন, গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে বিএনপি সরকার রেলপথকে ধ্বংস করে দিয়েছে। অন্যদিকে, বর্তমান সরকারের আমলে রেলে একশভাগ উন্নয়ন সম্ভব হয়েছে।
শনিবার দুপুরে বেগমগঞ্জ কাজীর হাট শহীদ আমানউল্লাহ পাবলিক স্কুল মাঠে শহীদ আমান উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সত্তর বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রেলমন্ত্রী মুজিবুল হক এসব কথা বলেন।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেগমগঞ্জ সংসদ সদস্য মামুনুর রশিদ কিরন, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ বেলায়েত হোসেন, নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ জাফর উল্ল্যাহ, পারটেক্স গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি এম এ হাসেম, নিরপাদ সড়ক চাই আন্দোলনের আহ্বায়ক চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক আব্দুল মান্নান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লায়ন জাহাঙ্গীর আলম মানিক, মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া, স্কুল কমিটির সভাপতি ফজলুল হক কিরন ও প্রধান শিক্ষক বাবু কার্তিক লাল ভৌমিক প্রমুখ।
উক্ত অনুষ্ঠানের আহ্বায়ক মোঃ আবু নাসের টিপুর সভাপতিত্বে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠানে গুণীজন, মুক্তিযুদ্ধা, প্রাক্তন ছাত্র-ছাত্রী ও প্রাক্তন শিক্ষকসহ প্রায় ৪ হাজার জনকে সংবর্ধনা দেয়া হয়। শেষে বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠান প্রস্তুতি কমিটির আহ্বায়ক, সাবেক ছাত্র সড়ক ও সেতুমন্ত্রীর পিআরও আবু নাছের টিপু জানান, ৭০ বছর পদার্পন উপলক্ষ্যে প্রাক্তন ছাত্র-ছাত্রীর পূর্ণ মিলনী ও মুক্তিযোদ্ধা ও শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/২৩ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ