আগামী নির্বাচনের জন্য বিএনপির রূপরেখা কেমন হবে তার একটা আভাস দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ডেমোক্রেটিক মুভমেন্ট আয়োজিত এক সভায় তিনি একথা বলেন।
ড. আব্দুল মঈন খান বলেন, কোনো রাজনৈতিক দলের অধীনে নির্বাচন হলে জনগণ সঠিকভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না। এজন্য এমন একটি সরকারের অধীনে নির্বাচন হতে হবে যারা সম্পূর্ণ নির্লোভভাবে নির্বাচন পরিচালনা করবে। এমনকি নির্বাচনের ফলাফলের উপর তাদের কোনো স্বার্থ থাকবে না। সম্পূর্ণ বাইরে থেকে নির্বাচন পরিচালনা করবে। এটাই হওয়া উচিত আগামী নির্বাচনের রূপরেখা।
'জাতীয় সংকট উত্তরণে গ্রহণযোগ্য নির্বাচন: নাগরিক ভাবনা' শীর্ষক আলোচনা সভায় বিএনপির সিনিয়র নেতা আরও বলেন, এদেশের মানুষ ভোটারাধিকার চায়, গণতন্ত্র চায়। সংবিধানের দোহাই দিয়ে ধোঁকাবাজি করছে সরকার। সংবিধানের অজুহাত অর্থহীন। সংবিধানের অজুহাতে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা যাবে না।
বিডি-প্রতিদিন/০৬ জানুয়ারি, ২০১৭/মাহবুব