মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে নৌ চলাচল বন্ধ রয়েছে। ঘন কুয়াশার কারণে আজ ভোর থেকে ওই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তীব্র শীত ও কুয়াশায় ঘাট এলাকায় আটকে থেকে যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে।
জানা গেছে, ভোরের দিকে কুয়াশা বাড়তে শুরু করলে পদ্মার মার্কিং বাতি অস্পষ্ট হয়ে আসে। এ সময় নৌ পথে দিক নির্ণয় করতে ব্যর্থ হলে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ রাখে।
বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া জানান, ভোর পাঁচটা থেকে অতিরিক্ত কুয়াশার কারণে নৌ-দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে ফের ফেরি চলাচল স্বাভাবিক হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার