পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে প্রায় ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু করেছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ফেরি চলাচল শুরু করা হয়। ঘন কুয়াশার কারণে এর আগে ভোর সোয়া ৪টা থেকে সাময়িকভাবে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিল।
পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী মহাব্যবস্থাপক নাসির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি, নৌরুটে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সকাল ১০টা ১০ মিনিটে নদী এলাকায় কুয়াশা কমে যাওয়ায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার