সঠিকভাবে আইন অনুসারে নির্বাচনী দায়িত্ব পালনের জন্য নির্বাচনী কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, সত্যিকার অর্থে নির্বাচন করেন আপনারা। নির্বাচনের প্লানিংটা করে নির্বাচন কমিশন ও সচিবালয়। আমাদের মান সম্মান ইজ্জত আপনাদের হাতে ন্যস্ত। নির্বাচনের সব দায়িত্ব আপনারা পালন করবেন।
রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সরকারি কর্মকর্তাগণের প্রশিক্ষকদের প্রশিক্ষণে মো. রফিকুল ইসলাম এসব কথা বলেন।
রফিকুল ইসলাম বলেন, কোনো ভোটারকে চিহ্নিত না করা পর্যন্ত তাকে ভোট দিতে ব্যালট পেপার দেবেন না। এগুলো যদি আপনারা করতে পারেন তাহলে কোনোভাবেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে না।
তিনি আরও বলেন, প্রত্যেকটা পত্রিকা খুললে একটাই কথা, সবার ভিতরেই শঙ্কা ভোট দিতে পারবেন কি না। ভোটকেন্দ্রে যেতে পারবেন কিনা। এই জিনিসটুকু আপনাদের ওপর নির্ভর করে। কারণ আপনি যদি ব্যালটটাকে ঠিকমত সংরক্ষণ করেন, কেন্দ্রটাকে ঠিকমত তৈরি করেন, আপনার দায়িত্ব এবং আপনি যাদের ট্রেইনিং দেবেন তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করেন তাহলে শঙ্কা থাকে না।
বিডি-প্রতিদিন/০১ ডিসেম্বর, ২০১৮/মাহবুব