আসন্ন একাদশ সংসদ নির্বাচনে দেশের মালিক হিসেবে জনগণকে ভোটকেন্দ্র পাহারা দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।
শনিবার বিকেল তিনটায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
জনগণকে একাত্তরের মতো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে ড. কামাল আরও বলেন, নির্বাচনের দিন আপনারা সতর্ক থাকবেন। সকাল সকাল সবাইকে নিয়ে ভোট কেন্দ্রে যাবেন। এবং ভোট দিবেন।
একাদশ সংসদ নির্বাচন জোটের মোট ৬৮১ জন প্রার্থী মনোনয়ন ফরম নির্বাচন কমিশনে জমা দিয়েছেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
বিডি-প্রতিদিন/০১ ডিসেম্বর, ২০১৮/মাহবুব