আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের সাম্প্রতিক রাজনৈতিক বিষয় নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
বুধবার বিকেল সাড়ে ৫টায় পুরানা পল্টনে ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হবে বলে নিশ্চিত করেছেন জোটের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু।
তিনি বলেন, সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
বিডি-প্রতিদিন/২৬ ডিসেম্বর, ২০১৮/মাহবুব