বিএনপি শপথ না নেওয়ার সিদ্ধান্ত নিলেও নির্বাচনে গণফোরাম থেকে বিজয়ী দুজন সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছেন বলে ইঙ্গিত দিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা কামাল হোসেন।
শনিবার দলের এক বৈঠকের পর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান।
তিনি বলেন, গণফোরামের নির্বাচিতদের সংসদে যাওয়ার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেয়া হবে। এছাড়া নির্বাচনে গুরুতর অপরাধের বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ঐক্যফ্রন্টের শীর্ষ এই নেতা।
তিনি আরও বলেন, তারা বিষয়টি ‘ইতিবাচক’ দৃষ্টিতে দেখছেন এবং ‘ইতিবাচক’ সিদ্ধান্ত নেবেন।
বিডি প্র্রতিদিন/০৫ জানুয়ারি ২০১৯/আরাফাত