নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, অনেকে প্রশ্ন করেছেন আমার অবস্থানের কোনো পরিবর্তন হয়েছে কি না? আমি এখনও বলছি, আমার অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।
তিনি আজ গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান। বিগত ৩ জানুয়ারি নির্বাচন কমিশন সচিবালয়ের উদ্যোগে আয়োজিত ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে দেওয়া বক্তব্য সম্পর্কে তিনি একথা বলেন।
মাহবুব তালুকদার বলেন, আমি বক্তব্যে বলেছি, আমরা অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিয়েছি। ইতোপূর্বে ১৭ ডিসেম্বর বলেছি, সব দল অংশগ্রহণ করলে অংশগ্রহণমূলক নির্বাচন হয়। সুষ্ঠু নির্বাচনের সঙ্গে এর সম্পর্ক নেই। নির্বাচন অংশগ্রহণমূলক হওয়া প্রাথমিক প্রাপ্তি। আসল কথা হচ্ছে নির্বাচন গ্রহণ ও বিশ্বাসযোগ্য হচ্ছে কি না? নির্বাচন গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য না হলে অংশগ্রহণমূলক হলেও লাভ নেই।
নির্বাচনের গ্রহণযোগ্যতা বা বিশ্বাসযোগ্যতা নিয়ে আমি সেদিন কোনো কথা বলিনি। কেমন নির্বাচন হয়েছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আমি পূর্বে বলেছি, নিজের বিবেককে জিজ্ঞাসা করুন, উত্তর পাবেন। আমি এখনও সেই কথা বলছি, আমার অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন