যেখানেই দুর্নীতির গন্ধ পাবো সেখানেই গিয়ে আমরা হাজির হবো বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেন, দুর্নীতি দমনে নতুন সরকারের যে রাজনৈতিক অঙ্গীকার তা আমাদের আত্মবিশ্বাসী করে তুলেছে। সরকারের এ দুর্নীতি বন্ধের অঙ্গীকার বাস্তবায়নে আমরা সর্বশিক্ত নিয়োগ করব।
আজ মঙ্গলবার বিকেলে সেগুনবাগিচায় দুদক কার্যালয় থেকে বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আগামী দুই মাসের মধ্যে দেশের দুর্নীতি দমনে দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে জানিয়ে দুদক চেয়ারম্যান আরও বলেন, নিয়োগ বাণিজ্য, ভর্তি বাণিজ্য, কমিশন বাণিজ্যসহ যেখানেই দুর্নীতির গন্ধ পাব সেখানেই গিয়ে আমরা হাজির হবো।
বিডি প্রতিদিন/এ মজুমদার