কৃষকদের স্বার্থে ফসলের উৎপাদন ব্যয় কমাতে ডিএপি (ডাই-অ্যামোনিয়াম ফসফেট) সারের দাম প্রতি কেজিতে ৯ টাকা কমিয়ে ১৬ টাকা নির্ধারণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ কৃষকলীগের নেতৃবৃন্দ।
কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ অভিনন্দন জানান।
বৃহস্পতিবার বেলা ১১টায় আনন্দ মিছিল করবে কৃষক লীগ।
এছাড়াও, সারাদেশে আনন্দ মিছিলের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাবে কৃষক লীগ।
বিডি প্রতিদিন/কালাম