বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গ বিজেপির ভাইস প্রেসিডেন্ট কৃষ্ণা ভট্টাচার্য। আজ বৃহস্পতিবার সকালে এক সফরে কলকাতা পৌঁছান সায়েম সোবহান আনভীর। নেতাজী সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা জানান পশ্চিমবঙ্গ বিজেপির ভাইস প্রেসিডেন্ট।
এ সময়ে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও বেসরকারি স্যাটেলাইট চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের প্রধান নির্বাহী নঈম নিজাম।
পশ্চিমবঙ্গ বিজেপির ভাইস প্রেসিডেন্ট কৃষ্ণা ভট্টাচার্য বলেন, 'আমার পূর্বপুরুষদের বাড়ি বাংলাদেশের চট্টগ্রামে। এ কারণে বাংলাদেশকে ভালোবাসি।'
বিডি প্রতিদিন/ফারজানা