আমি একজন ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা অথচ আমার নাম রাজাকারের তালিকায়! ২০১০ সালের ২৮ মার্চ সরকার আমাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দায়িত্ব দিয়েছেন। অথচ আজ আমার নাম রাজাকারের তালিকায়।
মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে ডাকা সংবাদ সম্মেলনে সম্প্রতি প্রকাশিত রাজাকারের তালিকায় নিজের নাম প্রকাশ হওয়ায় ক্ষোভ জানিয়ে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু।
এ সময় গোলাম গোলাম আরিফ টিপু বলেন, কিভাবে রাজাকার-আলবদর তালিকায় মুক্তিযোদ্ধার নাম এলো, সেটা কিভাবে হলো এর উৎস খুঁজে বের করতে হবে। এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানান ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর।
তিনি আরও বলেন, আশা করছি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় তাদের ভুল বুঝতে পারবে এবং খুব দ্রুত সংশোধনী দিয়ে তা নতুন করে প্রকাশ করবে। এছাড়া এর সাথে জড়িতদের শাস্তির আওতায় আনবেন বলেও আশা করেন তিনি।
এর আগে গোলাম আরিফ টিপুর লিখিত বক্তব্য পড়ে শোনান ট্রাইব্যুনাল প্রসিকিউটর সুলতান মাহমুদ সিমন। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রসিকিউটর জিয়াদ আল মালুম বলেন, আমরা এর আগে যতবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ট্রাইব্যুনালের বিচারিক কাজের জন্য প্রয়োজনীয় নথি চেয়েছি তারা কোনো দিন তা আমাদের সরবরাহ করেনি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন