বিজয় দিবসের দিন সকালে পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়া ঘটনায় দায়ের করা মামলায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাত সাড়ে ১টার দিকে নাসিক ৩ নম্বর ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগরের নিজ বাসা থেকে অধ্যাপক মামুন মাহমুদকে পুলিশ গ্রেফতার করে।
এ সময় মামুন মাহমুদের দুই ভাই সেলিম মাহমুদ ও রাসেল মাহমুদকেও আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে তাদের জিজ্ঞাসাবাদ শেষে রাজনৈতিকভাবে তাদের সম্পৃক্ততা না পাওয়ায় ছেড়ে দেয় পুলিশ।
উল্লেখ্য, ১৬ ডিসেম্বর সকালে শহরে বিজয় র্যালি বের করার সময়ে পুলিশ বাধা দেয়। ওই ঘটনায় সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ জয়নাল আবেদীন সহ আরো একজন এসআইকে শারীরিক লাঞ্ছিত ও মারধর করে বিএনপির নেতাকর্মীরা। ওই ঘটনায় সদর মডেল থানায় নাশকতা, সরকারী কাজে বাধা প্রদানের অভিযোগে মামলা দায়ের করে পুলিশ।
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের অফিসার-ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান এর সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন