আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের যে কোন ক্রান্তি লগ্নে মানুষের পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগ। লাখো শহীদের আত্মত্যাগ বৃথা যেতে দেয়া হবে না। তাই মানুষের আস্থা অর্জন করতে হবে প্রতিটি নেতাদের।
আজ শনিবার আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে কাউন্সিলরদের উদ্দেশ্য প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এসময় তিন বছর মেয়াদী কাউন্সিল যাতে সময় মতো হতে পারে নেতাকর্মীদের সে নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি। যেগুলোর সম্মেলন হয়নি, সেগুলো দ্রুত করার নির্দেশ দেন।
এসময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ সবচেয়ে জনপ্রিয় দল। আমরা জনপ্রিয়তা ধরে রাখতে পেরেছি। সাধারণত কেউ এটা ধরে রাখতে পারে না। কী পেলাম আর কী পেলাম না, সেটা চিন্তা না করে মানুষের মৌলিক অধিকারের জন্য কাজ করতে হবে।
বিডি প্রতিদিন/ফারজানা