আওয়ামী লীগের কাউন্সিল নিয়ে বাংলাদেশ প্রতিদিন-এর রিপোর্ট আবারও সত্যি হলো। আওয়ামী লীগের সভানেত্রী হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক হলেন ওবায়দুল কাদের। গতকাল ২১ ডিসেম্বর বাংলাদেশ প্রতিদিন-এর লিড নিউজ ছিল ‘শেখ হাসিনা সভানেত্রী কাদের সম্পাদক হচ্ছেন’। কেউ কেউ খবর প্রকাশ করেছিল হতে পারে, সবকিছু ঠিক থাকলে, শেষ পর্যন্ত দেখা যাক- এমন বরাত দিয়ে। কিন্তু একমাত্র বাংলাদেশ প্রতিদিনই সরাসরি লিখেছে 'শেখ হাসিনা সভানেত্রী, কাদেরই সম্পাদক'। আমাদের সংবাদকর্মীদের কঠোর পরিশ্রম ও নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাংলাদেশ প্রতিদিন নিশ্চিত ছিল ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক হচ্ছেন। তাই বাংলাদেশ প্রতিদিন সরাসরি প্রতিবেদন প্রকাশ করেছিল যে ওবায়দুল কাদেরই হচ্ছেন সাধারণ সম্পাদক।
উল্লেখ্য, এর আগের ২০ তম কাউন্সিলেও সভানেত্রী ও সাধারণ সম্পাদকের নাম সবার আগে প্রকাশ করেছিল বাংলাদেশ প্রতিদিন।
বিডি প্রতিদিন/ফারজানা