গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য মরহুম মো. ইউনুস আলীর প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার সকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার কফিনে ফুলেল শ্রদ্ধা জানান তিনি।
এর আগে রাষ্ট্রপতির পক্ষ থেকে মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সামরিক সচিব। প্রধানমন্ত্রীর পর আওয়ামী লীগের পক্ষে দলীয় প্রধান শেখ হাসিনাসহ কেন্দ্রীয় নেতারা শ্রদ্ধা জানান। জাতীয় সংসদের পক্ষ থেকে স্পিকার শিরীন শারমিন চৌধুরী শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন মন্ত্রী সভার সদস্য, সংসদ সদস্য, আওয়ামী লীগের নেতা কর্মীসহ তার নির্বাচনী এলাকার নানা শ্রেণি পেশার মানুষ। বাদ আসর গাইবান্ধায় গ্রামের বাড়ি ভাত গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
বিডি প্রতিদিন/ফারজানা