করোনভাইরাস (কোভিড-১৯) মহামারির মধ্যেই রিজার্ভে নতুন নতুন রেকর্ড গড়ছে বাংলাদেশ। এবার দেড় মাস আগের সৃষ্টি হওয়া রেকর্ড ভাঙল আজ। আজ বাংলাদেশে বিদেশি মুদ্রার মজুত ৪২ বিলিয়ন (৪ হাজার ২০০ কোটি) ডলার ছাড়িয়েছে।
মঙ্গলবার দিন শেষে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ৪২ দশমিক ০৩ বিলিয়ন ডলার, যা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, এই প্রথম বৈদেশিক মুদ্রার মজুত ৪২ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করল। সর্বশেষ গত ২৮ অক্টোবর এই মজুত আরেকটি বিলিয়ন ডলারের ঘর টপকে ৪১.০৩ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছিল। গতবছরের ঠিক এই সময়ে বিদেশি মুদ্রার মজুতের পরিমাণ ৩২.৩৯ বিলিয়ন ডলার ছিল।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ