প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিলের প্রথম অধিবেশনের মূলপর্ব শুরু হয়েছে। শনিবার সকাল ১০টা ৪২ মিনিট থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।
তার আগে সকাল সাড়ে দশটায় জাতীয় সংগীত ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা।
সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে গান পরিবেশন করা হয়। এরপর একে একে চলে গান, দলীয় নৃত্য। মূল মঞ্চের ডান পাশে চলে এ অনুষ্ঠান।
বিডি প্রতিদিন/কালাম