কার্যকর স্বাধীন নির্বাচন কমিশন প্রতিষ্ঠা, দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত সমাজ প্রতিষ্ঠা, দ্রব্যমুল্যের উর্দ্ধগতি রোধ করে সহনীয় রাখা, জাতীয় শিক্ষাক্রমে ধর্মীয় শিক্ষা সংকোচন নীতির প্রতিবাদ ও অবহেলিত সুফিবাদী জনতার অধিকার আদায়ে আগামী ৭ জানুয়ারি মহাসমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট।
বুধবার (০৪ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের মহাসচিব অধ্যক্ষ স.উ.ম আবদুস সামাদ একথা বলেন। এসময় তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার নয়, কার্যকর স্বাধীন নির্বাচন কমিশন প্রতিষ্ঠা চাই।
মহাসচিব আরও বলেন, নির্বাচন ঘনিয়ে আসায় দেশের জনগণের মধ্যে আতঙ্ক বিরাজ, অজানা শঙ্কায় দেশের সাধারণ জনগণ। রাজনীতিতে অসুস্থ প্রতিযোগীতা ও রাজনৈতিক সন্ত্রাস থেকে জাতি মুক্তি চাই। সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে স্বচ্ছ ব্যালটবাক্সে ব্যালট পেপারে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক স্বচ্ছ নির্বাচনের লক্ষ্যে নির্বাচনী ব্যবস্থাকে সংস্কার নিয়ে কোন বির্তক থাকে এমন নির্বাচন জাতি আশা করেনা।
বর্তমান নির্বাচন ধারা নিয়ে তিনি বলেন, আমরা দলীয় সরকারের অধীনে ও তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন চাই না। এ দু'টি ধারারই আমরা বিপক্ষে। মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তি বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনে করে সাংবিধানিক ধারা সংশোধন করে কার্যকর স্বাধীন নির্বাচন কমিশন প্রতিষ্ঠার মাধ্যমেই দেশে অংশগ্রহণমূলক অবাধ-সুষ্ঠু-গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা এম এ মতিন, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মসিহুদ্দৌলা, আল্লামা আবু সুফিয়ান খান আবেদী, এম সোলায়মান ফরিদ, সৈয়দ মোজাফফর আহমদ মোজাদ্দেদী, অধ্যক্ষ আবু জাফর মুঈনুদ্দীন।
অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ইসলাম উদ্দিন দুলাল, কাজী মুহাম্মদ জসিম উদ্দীন সিদ্দীকি আশরাফী, মুহাম্মদ আবদুল হাকিম, মাস্টার আবুল হোসেন, এডভোকেট হেলাল উদ্দীন, সাইফুদ্দিন আহমদ ও সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল জাবের, ইমরান হুসাইন তুষার, এডভোকেট আবুল কালাম আজাদ প্রমূখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ