রাজধানীর হাজারীবাগ ও ভাটারা থানার দুই নাশকতার মামলায় বিএনপির ৩২ নেতাকর্মীর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এ রায় ঘোষণা করেন। এর মধ্যে হাজারীবাগ থানার মামলায় বিএনপির ১৭ নেতাকর্মীকে দুই বছর ৩ মাসের কারাদণ্ড দেন ঢাকা মহানগর হাকিম সাইফুর রহমান।
কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন রাজু আহমেদ, জিসান, কামাল উদ্দিন, জামাল প্রমুখ।
মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি হাজারীবাগ এলাকায় বিএনপি নেতাকর্মীরা নাশকতা করেন। এ ঘটনায় পুলিশের উপ-পরিদর্শক মো. অলিভ মাহমুদ বাদী হয়ে হাজারীবাগ থানায় মামলা করেন।
এদিকে, রাজধানীর ভাটারা থানা এলাকার নাশকতার মামলায় বিএনপির ১৫ নেতাকর্মীকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকা মহানগর হাকিম মোশাররফ হোসেন এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. রহিম, আযহার আলম, আব্দুল লতিফ, দেলোয়ার মেম্বার প্রমুখ।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে বিএনপির নেতাকর্মীরা ভাটারা থানা এলাকায় বেআইনি সমাবেশ করে নাশকতা করেন। এ ঘটনায় ভাটারা থানায় মামলা করে পুলিশ।
বিডি-প্রতিদিন/বাজিত