চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে নেই। তারপরও ১৩ ফেব্রুয়ারি মধ্যরাতে নাজমুল হোসেন শান্তদের সঙ্গে দুবাই উড়ে যাচ্ছেন দুই ডান হাতি পেসার হাসান মাহমুদ ও সৈয়দ খালেদ আহমেদ। দুই পেসার যাচ্ছেন নেটে ব্যাটারদের বোলিং করতে। আট দলের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু ১৯ ফেব্রুয়ারি। বাংলাদেশের টুর্নামেন্ট শুরু ২০ ফেব্রুয়ারি ভারত ম্যাচ দিয়ে। এরপর নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে খেলবে রাওয়ালপিন্ডিতে। প্রতিপক্ষ তিন দলই চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন। আসরের অন্যতম ফেবারিটও। দলটির তিনটির বিপক্ষে বাংলাদেশের সম্ভাবনা কতটুকু? টাইগার হেড কোচ ফিল সিমন্স মিডিয়াকে বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার বিশ্বাস না থাকলে তো আমি এখানে থাকতাম-ই না। আমার মতে, কোনো টুর্নামেন্টে যাওয়ার আগে যতটা সম্ভব সেরা প্রস্তুতিটা নেওয়ার চেষ্টা করতে হবে। নির্দিষ্ট দিনে নিজের সেরাটা খেলার চেষ্টা করতে হবে। প্রতিটি উপলক্ষে আমিও দলকে সেই জায়গায় নিয়ে যেতে চাই।’ কোচের সর্বোচ্চ বিশ্বাস। এজন্য মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা বা তানজিদ সাকিবদের জ্বলে উঠলেই হবে না। টাইগারদের সাফল্যের মূল ভরসা ব্যাটিং বিভাগ। ব্যাট হাতে রান করতে হবে সৌম্য সরকার, তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল শান্ত, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, তাওহিদ রিয়াদ, জাকের আলি অনিকদের। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু ১৯৯৮ সালে। তখন নাম ছিল আইসিসি নকআউট বিশ্বকাপ। এরপর থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি। ওয়ানডে টুর্নামেন্টটির সর্বশেষ আসর বসেছিল ২০১৭ সালে। সেবার বাংলাদেশ খেলেছিল সেমিফাইনাল। সেমিফাইনাল খেললেও হেরেছিল ভারতের কাছে। সেমিতে খেলার জন্য মহাগুরুত্বপূর্ণ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়েছিল ৫ উইকেটে। এর আগে ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে জিতেছিল টাইগাররা। চ্যাম্পিয়ন্স ট্রফির পাঁচটি আসরে ১২ ম্যাচ খেলে মাত্র দুটিতে জিতেছে বাংলাদেশ। সেমিফাইনালে খেলতে জোর লড়াই করতে হবে নাজমুল বাহিনীকে। নাজমুল বাহিনীর প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি, দুবাইয়ে ভারতের বিপক্ষে। ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি পাকিস্তান ম্যাচ দুটির ভেন্যু রাওয়ালপিন্ডি। দুবাই ও রাওয়ালপিন্ডির উইকেটে বল ইভেন বাউন্স নেয়। তবে বলে গতি থাকে। এমন উইকেটে সাফল্য পেতে ব্যাটারদের রান করতে হবে। পাকিস্তানের সব ভেন্যুর উইকেটই ব্যাটিং স্বর্গ। এমন উইকেটে শুরুটা ভালো করতে হবে দুই ওপেনার তানজিদ তামিম, পারভেজ ইমন ও সৌম্যকে। এদের শুরুটাকে আবার টেনে নিয়ে যেতে হবে অধিনায়ক নাজমুল শান্ত, মুশফিক, মাহমুদুল্লাহ, হৃদয়, শামীম পাটোয়ারি, জাকিরদের। টাইগার কোচকে আত্মবিশ্বাস জুগিয়েছেন অবশ্য ব্যাটাররা। ৫০ ওভারের ম্যাচ না হলেও টি-২০ টুর্নামেন্ট বিপিএল খেলে দারুণ ছন্দে রয়েছেন টাইগার ব্যাটাররা। এ ব্যাটিং ছন্দ ধরে রাখতে হবে নাজমুল বাহিনীকে। অবশ্য একাদশ সাজাতে কোচ ও অধিনায়ককে সমস্যায় পড়তে হবে। ওপেনার হিসেবে বেছে নিতে হবে তানজিদ, পারভেজ ও সৌম্যকে। আঙুলের ইনজুরিতে বিপিএলের সব ম্যাচ খেলেননি সৌম্য। তানজিদ তামিম ৪৮৫, পারভেজ ৩৩৮, সৌম্য ১০৫ রান করেন। অধিনায়ক নাজমুল খেলেননি টুর্নামেন্টের শেষ কয়েকটি ম্যাচ। মিডল অর্ডারে রান করেছেন শামীম ৩৫২, হৃদয় ৩১২, মাহমুদুল্লাহ ২০৬, মুশফিক ১৮৪ রান করেন। সাফল্য পেতে এখন শুধু ব্যাটারদের জ্বলে উঠতে হবে শতভাগ। তবে টিম বাংলাদেশ হিসেবে খেলতে হবে স্মরণীয় একটি আসর করে রাখতে।
শিরোনাম
- জেমসের ‘চ্যাপ্টার টু’ কনসার্ট ডালাসে
- অস্ত্র ত্যাগ করবে না হিজবুল্লাহ, ইসরায়েলকে হুঁশিয়ারি দিলেন নাঈম কাশেম
- ভাতেও মিলল আর্সেনিক, এশিয়ানদের জন্য সতর্কবার্তা
- ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানো ৭০০ কোটি মানবিক হৃদয়ের দায়িত্ব
- ফিলিস্তিনি প্রধানমন্ত্রীকে পশ্চিম তীর সফরের অনুমতি দিল না ইসরায়েল
- ট্রাম্পের অনীহা সত্ত্বেও ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে চায় ইসরায়েল
- একতরফা যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার
- অস্ট্রেলিয়ায় ভয়াবহ ঢেউয়ের তাণ্ডব, প্রাণ গেল ৫ জনের
- ‘তথ্যসন্ত্রাস করে থামানো যাবে না’ প্রথম আলোকে হাসনাত আবদুল্লাহর চ্যালেঞ্জ
- ৩-১ গোলে পিছিয়ে থেকেও বার্সেলোনার দুর্দান্ত জয়
- সৌদিতে ২০ হাজার অবৈধ প্রবাসী গ্রেফতার
- আইপিএল মাতালেন ১৪ বছরের সূর্যবংশী
- শিশুসন্তানের সামনেই মাকে কোপাল সন্ত্রাসীরা, অভিযুক্ত গ্রেফতার
- সিরাজগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
- ১৬ বছরে শিক্ষা খাতকেও দলীয়করণ করা হয়েছে: খোকন
- বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বিএনপির শুভেচ্ছা
- প্রথমে স্থানীয়, পরে জাতীয় নির্বাচন চায় জামায়াত
- স্বর্ণের দাম আবারও বেড়েছে
- শিবচরে ইয়াবা ও ককটেল উদ্ধার
- আ. লীগ নেতার চাঁদা আদায় আড়াল করতে বিএনপির নেতার নামে মিথ্যাচারের অভিযোগ
ব্যাটিংয়েই ভরসা টাইগারদের
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

আওয়ামী লীগের মিছিল বন্ধ করতে না পারলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
২১ ঘণ্টা আগে | জাতীয়

ট্রাম্পের অনীহা সত্ত্বেও ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে চায় ইসরায়েল
৫৫ মিনিট আগে | পূর্ব-পশ্চিম