উয়েফা চ্যাম্পিয়নস লিগের নতুন এক অভিজ্ঞতা নিয়ে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের লড়াই শুরু হয়েছে। কোয়ার্টারের প্রথম দিনের খেলা শেষ। আজ দ্বিতীয় ও শেষ দিনে মাঠে নামছে আরও দুটি ম্যাচ। পাঁচবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা খেলবে গত আসরের রানার্সআপ বুরুসিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে। গ্রুপ পর্বেও এই জার্মান ক্লাবের সঙ্গে খেলেছিল হ্যান্সি ফ্লিকের সতীর্থরা। ওই ম্যাচে কাতালানরা ৩-২ গোলে জিতেছিল। ইউরোপিয়ান প্রতিযোগিতায় এখন পর্যন্ত পাঁচবারের দেখায় তিনবারই জিতেছে বার্সা। ড্র হয়েছে দুটি। এদিকে ম্যাচের আগে দুঃসংবাদ পেল ডর্টমুন্ড। আজ চ্যাম্পিয়নস লিগের আরেক ম্যাচে পিএসজি খেলবে অ্যাস্টন ভিলার বিরুদ্ধে। এই প্রথম চ্যাম্পিয়নস লিগের শেষ আটে পৌঁছেছে অ্যাস্টন ভিলা। অন্যদিকে লিভারপুলের বাধা টপকেছে পিএসজি। তাই এখানে লড়াই হবে সমানে সমান। কোয়ার্টার ফাইনালের প্রতিটি খেলাই অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১টায়। কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগ ১৬ ও ১৭ এপ্রিল।