বসুন্ধরা প্রিমিয়ার ক্রিকেট লিগে প্রথম লেগের খেলা শেষ হওয়ার পথে। আজ মাঠে গড়াচ্ছে ১২ দলের দশম রাউন্ডের ম্যাচ। বিকেএসপির ৪ নম্বর মাঠে ঢাকা আবাহনী লড়বে প্রিমিয়ার ব্যাংকের বিপক্ষে। একই ভেন্যুর ৩ নম্বর মাঠে ঢাকা মোহামেডান ও অগ্রণী ব্যাংক মুখোমুখি হবে। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শাহিনপুকুরের প্রতিপক্ষ গুলশান ক্রিকেট ক্লাব। মিরপুরে মূলত গুরুত্বপূর্ণ ম্যাচগুলো হয়ে থাকে। কিন্তু এক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের দায়িত্বহীনতা চোখে পড়ছে। লিগে সব দলকেই সমান প্রাধান্য দেওয়া উচিত। তারপরও কথা উঠেছে গুলশান ও শাইনপুকুরের ম্যাচ মিরপুরে হয় কীভাবে? ফিকশ্চারে কি আবাহনী বা মোহামেডানের ম্যাচ রাখা যেত না? দুই দলের গুরুত্ব বা গ্রহণযোগ্যতা কি আলাদা নয়? দুটি দল তো বিকেএসপিতে খেলছেই। এখানে তো দুটি দলের প্রতিপক্ষ ভেবেই ভেন্যু ঠিক করা উচিত ছিল। প্রিমিয়ার লিগ ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে মর্যাদাকর হলেও বিসিবির কর্মকর্তাদের দায়িত্বহীনতার কারণে গুরুত্ব হারিয়ে ফেলেছে। তারপরও ক্লাবগুলো দেশের ক্রিকেটের স্বার্থের কথা ভেবে প্রতি বছর অর্থ ব্যয় করে দল গড়ছে। আজকের ক্রিকেটের যে অবস্থান তাতে অতীতে প্রথম বিভাগ বা বর্তমানে প্রিমিয়ার লিগে অবদানের কথা অস্বীকার করা যাবে না। যাক অবহেলার পরও লিগের উত্তেজনা তুঙ্গে। ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আবাহনী। মোহামেডান দ্বিতীয় অবস্থানে আছে ১৪ পয়েন্ট নিয়ে। আবাহনী হেরেছে অগ্রণী ব্যাংকের কাছে। অন্যদিকে গুলশান ও গাজী টাংকের কাছে হেরে যায় মোহামেডান। ১২ এপ্রিল ১১তম রাউন্ডে আবাহনী ও মোহামেডান মুখোমুখি হবে। এরপর শুরু হবে সুপার লিগ।