নারী বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হয়েছে চমক দিয়ে। বাছাইপর্বের উদ্বোধনী ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হেইলি ম্যাথিউস সেঞ্চুরি করেছেন। তার সেঞ্চুরিতে কোনো লাভ হয়নি দলের। বরং স্কটল্যান্ডের কাছে ১১ রানে হেরে বাছাইপর্ব শুরু করেছে। বাছাইপর্বের অন্যতম ফেভারিট ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চমক সৃষ্টি করেছে আইসিসি সহযোগী দেশ স্কটল্যান্ড। বাছাইপর্বের আরেক ম্যাচে স্বাগতিক পাকিস্তান ৩৮ রানে হারিয়েছে আয়ারল্যান্ডকে।
স্কটল্যান্ড প্রথমে ব্যাট করে ক্যারিবীয় নারীদের বিপক্ষে। উইকেটরক্ষক সারা ব্রাইসের হাফ সেঞ্চুরিতে ৪৫ ওভারে ২৪৪ রানে অলআউট হয় স্কটিশ নারীরা। ব্রাইস ৫৫ রান করেন ৫৬ বলে ৫ চারে। ওপেনার পারসি কার্টার ২৫, মেগান ম্যাককল ৪৫, আইলসা লিস্টার ১৯, ক্যাথারিন ফ্রেজার ২৫, প্রিয়াঙ্কা চ্যাটার্জি ১৫ রান করেন। ক্যারিবীয় অধিনায়ক হেইলি ম্যাথিউস ১০ ওভারের স্পেলে ৫৬ রানের খরচে নেন ৪ উইকেট। ২টি করে উইকেট নেন অ্যালিয়া অ্যালেইন ও কারিশমা রামাহারক। টার্গেট ২৪৫ রান। স্কটিশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪৬.২ ওভারে ২৩৩ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ক্যাথারিন ফ্রেজার ৫০ রানের খরচে নেন ৩ উইকেট। এ ছাড়া ২টি করে উইকেট নেন চোলে আবেল ও আবতাহা মাকসুদ। ক্যারিবীয় অধিনায়ক ম্যাথিউস ১১৪ রানের ইনিংস খেলেন ১১৩ বলে ১৪ চারে। এ ছাড়া জাইদা জেমস ৪৫ রান করেন ৮৯ বলে। আরেক ম্যাচে দিয়ানা বেগের ঘূর্ণিতে ৩৮ রানে জিতেছে পাকিস্তান। প্রথম ব্যাটিংয়ে স্বাগতিক দল ৪৯ ওভারে ২১৭ রান করে। দলটির পক্ষে সর্বোচ্চ ৫২ রান করেন আলিয়া রিয়াজ। ৫৮ বলের ইনিংসটিতে ৪টি চার ও একটি ছক্কা। সিদরা আমিন ৫১ রান করেন ১১২ বলে ৩ চারে। এ ছাড়া ওপেনার মুনিবা আলি ৩২ রান করেন। ২৩৪ রানের টার্গেটে ৪৪ ওভারে ১৭৯ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। দলটির পক্ষে ৪৪ রান করে করেন অধিনায়ক গ্যাবি লুইস ও অ্যামি হান্টার। ম্যাচসেরা দিয়ানার স্পেল ৯-০-৩৫-৪।