সান্তিয়াগো বার্নাব্যুতে একাধিকবার কামব্যাকের ইতিহাস ছিল বর্তমান ইউরোপ-সেরা রিয়াল মাদ্রিদের। কিন্তু এবার আর সেটা করতে পারল না ১৫ বারের শিরোপাধারীরা। এবারের উয়েফা চ্যাম্পিয়নস লিগের আসর থেকে বিদায় নিল আনচেলোত্তির দল। এদিন বিদায় নেয় ছয়বারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখও। এদের হারিয়ে ইউরোপ-সেরার শেষ ৪-এ জায়গা করে নিয়েছে ২০১০ সালে শেষবার শিরোপা জেতা ইন্টার মিলান ও প্রথমবারের মতো ক্যাবিনেটে শিরোপা রাখার স্বপ্নে থাকা আর্সেনাল। ২০০৯ সালের পর আর্সেনাল প্রথমবার সেমি নিশ্চিত করেছে। ফলে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠার লড়াইয়ে বার্সেলোনার মুখোমুখি হবে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান এবং ফরাসি ক্লাব পিএসজির মুখোমুখি হবে আর্সেনাল।
বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ ও আর্সেনাল। দ্বিতীয় ম্যাচে লড়াই করে ইন্টার মিলান ও বায়ার্ন মিউনিখ। প্রথম লেগে রিয়াল আর্সেনালের কাছে ৩-০ গোলে হেরেছিল। তাই ম্যাচটা ছিল এমবাপ্পেদের ঘুরে দাঁড়ানোর। সান্তিয়াগো বার্নাব্যুতে ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোই লক্ষ্য ছিল রিয়ালের। ম্যাচে ৪ গোলের ব্যবধানে জিততে হতো তাদের। কিন্তু সেটা হলো না। ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে ১-২ গোলে হারায় প্রথমবারের মতো শিরোপা ছোঁয়ার স্বপ্নযাত্রায় থাকা আর্সেনাল। দুই লেগ মিলিয়ে ৫-১-এ হেরে ছিটকে গেল সবচেয়ে বেশি শিরোপা জেতা রিয়াল।
অন্যদিকে হাড্ডাহাড্ডি লড়াই হয় ইন্টার ও বায়ার্নের মধ্যে। নিজেদের ঘরের মাঠে ম্যাচটা ২-২ গোলে ড্র হলেও দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলে এগিয়ে সেমিতে গেল ইতালির ক্লাবটি। ফলে ইউরোপ-সেরার শেষ ৪-এর লড়াইয়ে প্রবেশ করল আর্সেনাল, পিএসজি, ইন্টার মিলান ও বার্সেলোনা। প্রথম লেগে বায়ার্নকে ২-১ গোলে হারিয়েছিল তারা।