দাবায় আন্তর্জাতিক মাস্টার নর্ম অর্জনের লক্ষ্যে বাংলাদেশের ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া হাঙ্গেরিতে টুর্নামেন্ট খেলছেন। বুদাপেস্টে অনুষ্ঠিত দারাগো ইভান মেমোরিয়াল গ্র্যান্ড মাস্টার দাবায় ৩ খেলায় তিনি ২ পয়েন্ট অর্জন করেছেন। তৃতীয় রাউন্ডের খেলায় তাহসিন ড্র করেছেন হাঙ্গেরির গ্র্যান্ড মাস্টার ডেভিড বেরকেজের সঙ্গে। আগের দিন তিনি হারান স্বাগতিক দেশের আরেক গ্র্যান্ড মাস্টার ভারগা জোলটানকে। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে বাংলাদেশ, ভারত ও হাঙ্গেরির তিন গ্র্যান্ড মাস্টার, ১ আন্তর্জাতিক মাস্টার ও একজন ফিদে মাস্টারসহ ১০ দাবারু প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। আন্তর্জাতিক মাস্টার হতে তিনটি নর্ম প্রয়োজন প্রয়াত গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমানের ছেলে তাহসিনের। ইতোমধ্যে তার দুটি আই এম নর্ম হয়েছে। দুটিই জোনাল টুর্নামেন্টে। আন্তর্জাতিক মাস্টারে তৃতীয় নর্মের জন্য তিনি হাঙ্গেরিতে টুর্নামেন্ট খেলছেন।
হাঙ্গেরির টুর্নামেন্টে অংশগ্রহণের সব ব্যয় বহন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
তাহসিনের সঙ্গে তার মা তাসমিন সুলতানা লাবণ্যও রয়েছেন বুদাপেস্টে।