সম্ভবত আজই ঘোষণাটি দিতে যাচ্ছেন নারায়ণস্বামী শ্রীনিবাসন। সুপ্রিম কোর্টের নির্দেশের পর শ্রীনিকেও আর বেশি সময় দিতে চান না বোর্ডকর্তারা ৷ তার জায়গায় আগামী সেপ্টেম্বর পর্যন্ত ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) অস্থায়ী প্রেসিডেন্ট হতে পারেন প্রাক্তন অফ স্পিনার শিবলাল যাদব। যাদব দক্ষিণাঞ্চলে বোর্ডের বর্তমান ভাইস প্রেসিডেন্ট ৷
জানা গেছে, ভারতীয় ক্রিকেটের কথা ভেবে ২০০৪-এর পথে হাঁটতে চায় না বোর্ড। সুপ্রিম কোর্টের নির্দেশের পর শ্রীনি গোঁ ধরে বসে থাকলে ভারতীয় ক্রিকেটেরই ক্ষতি হবে।
২০০৪ সালে শরদ পওয়ার ও জগমোহন ডালমিয়ার লড়াইয়ে হস্তক্ষেপ করেছিলেন মাদ্রাজ হাইকোর্ট। শেষ পর্যন্ত আদালতের নির্দেশে দেন সুপ্রিম কোর্টের এক প্রাক্তন বিচারপতির তত্ত্বাবধানে বিসিসিআই নির্বাচন হয়। যার ফলে বোর্ডে ফিরতে এক বছর বেশি সময় লেগেছিল পওয়ারের।
আইপিএল স্পট-ফিক্সিং নিয়ে মুদগল কমিটির তদন্ত রিপোর্টে দেখার পর গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্ট শ্রীনিবাসনকে বোর্ড প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেয়। দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশের পর নড়েচড়ে বসেন বোর্ডকর্তারাও ৷ বোর্ডের পাঁচজন ভাইস-প্রেসিডেন্টের মধ্যে তিনজন শ্রীনিকে সরে দাঁড়ানোর পরামর্শ দেন।