টি-২০ বিশ্বকাপে বাজি ধরার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চার জুয়াড়িকে গ্রেফতার করেছে ভারতের পুলিশ। পুলিশ কমিশনার পার্মজিৎ সিং গিল গতকাল গণমাধ্যমকর্মীদের জানান, পুলিশের একটি দল তল্লাশি চালিয়ে চার জুয়াড়ির কাছ থেকে একটি মিনি টেলিফোন এক্সচেঞ্জ, ৩৬টি মোবাইল সেট ও ৩৫ হাজার রুপি উদ্ধার করেছে। চট্টগ্রামে ২৪ মার্চ সুপার টেন পর্বে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচে বাজি ধরার সময় তাদের গ্রেফতার করা হয়।