ক্রিকেটারটা যে শুধু খেলার জগতেই সফল তা নয়, এটা অতীতে অনেকবারই প্রমাণ হয়েছে। এক্ষেত্রে গড়াপেটায় অভিযুক্ত আজীবন নির্বাসিত ক্রিকেটারদের বিষয়টাও এসে যায়। তারা ফিল্মি জগৎ কিংবা রাজনীতি সবখানেই চমৎকারভাবে জীবনের 'সেকেন্ড ইনিংস' খেলেছেন।
ভারতে পাকিস্তানি নায়ক-নায়িকা কিংবা গায়কদের কোনও অভাব নেই। বাকি ছিল ক্রিকেটারদের অভিনয় করতে আসা। সেটাও এবার হতে চলেছে। বলিউডের নতুন ছবি পরিচালক ইক্রম আখতারের 'ইন্ডিয়া মে লাহোর' ছবিতে অভিনয় করছেন স্পট ফিক্সিং কাণ্ডে নির্বাসিত পাক ক্রিকেটার মোহম্মদ আসিফ।
ইতোমধ্যেই লাহোর, করাচি, ইসলামাবাদ এবং দুবাইয়ে অডিশন পর্ব শেষ হয়েছে। গত ২০ ফেব্রুয়ারি থেকে দুবাইয়ে ছবির শুটিংও শুরু হয়েছে। আর আসিফ নাকি এ বিষয়ে বেশ এক্সাইটেড। দেরি না করে অ্যাক্টিং ক্লাসেও ভর্তি হয়ে গিয়েছেন। আসিফ অবশ্য জানিয়েছেন, এখনও ক্রিকেটই তার 'ফার্স্ট লাভ'।