বিসিসিআই-এর প্রেসিডেন্ট পদ ছাড়বেন না। গদি আঁকড়ে পড়ে থাকবেন শ্রীনি। এমনটাই পণ করেছিলেন তিনি। কিন্তু শুক্রবার সবকিছু পাল্টে গেল। গদি সেই ছাড়তেই হল শ্রীনিবাসনকে। সপ্তম আইপিএল সংস্করণে গাভাস্করই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে কাজ করবেন। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ধারাভাষ্য দিতে পারবেন না সানি। আইপিএল বহির্ভূত বিষয়ে ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থার হয়ে দায়িত্ব পালন করবেন প্রাক্তন ক্রিকেটার শিবলাল যাদব।
আসন্ন আইপিএল-এ খেলতে কোনও বাধা নেই চেন্নাই ও রাজস্থানের। নির্ধারিত সূচি মেনেই আইপিএল অনুষ্ঠিত হবে। শ্রীনির ঘনিষ্ঠ বলে ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি মিথ্যাচার করেছেন বলে জানানো হয়েছিল। ধোনির বিরুদ্ধে নখদাঁত বের করেছিল দেশীয় সংবাদমাধ্যম।
মাহির বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যে বলে সুপ্রিম কোর্টকে জানায় বিসিসিআই। তদন্ত চলাকালীন রাঁচির রাজপুত্র মিথ্যে তথ্য পেশ করেছিলেন বলে জানানোও হয়েছিল। ধোনির ক্রিকেটজীবনে নেমে আসতে পারে অন্ধকার, এমন আশঙ্কাও করা হয়েছিল। এদিন দেশের সর্বোচ্চ আদালতকে বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হল, মাহির বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্য নয়।