বাংলাদেশকে ৭ উইকেটে হারালো অস্ট্রেলিয়া। ১৫৪ রানের লক্ষে খেলতে নেমে ১৭ ওভার ৩ বল খেলে জয় পায় তারা।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করে বাংলাদেশ।
আজ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম।
বাংলাদেশ দলের পক্ষে তামিম ইকবাল (৫), এনামুল হক (০), মুশফিকুর রহিম (৪৭), সাকিব আল হাসান (৬৬), মাহমুদুল্লাহ (৬) ও নাসির হোসাইন (১৪) রান করেন।
অতিরিক্ত থেকে আসে ১৫টি রান।
অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে মিচেল স্টার্কটি, নাথান কোল্টার নিল ২টি, ডুগ বোলিঞ্জার ২টি ও শেন ওয়ার্টসন ১টি করে উইকেট নেন।
দুই দলই এরই মধ্যে মেগা এই ইভেন্ট থেকে বিদায় নিয়েছে এবং সুপার টেনে স্বাগতিক বাংলাদেশ ও অস্ট্রেলিয়া একটি ম্যাচেও জয়ের মুখ দেখেনি। আজ জয় পেলেই হাসি মুখে টুর্নামেন্ট শেষ করতে পারবে দুই দল।
বাংলাদেশ : তামিম ইকবাল, এনামুল হক, মুমিনুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (অধিনায়ক), নাসির হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, সোহাগ গাজী, আব্দুর রাজ্জাক, আল-আমিন হোসেন, তাসকিন আহমেদ।
অস্ট্রেলিয়া : ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, ক্যামেরন হোয়াইট, গ্লেন ম্যাঙওয়েল, জর্জ বেইলি (অধিনায়ক), শেন ওয়াটসন, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, ব্রাড হাডিন, মিচেল স্টার্ক, নাথান কোল্টার নিল, ডুগ বোলিঞ্জার।