সবাই ব্যস্ত সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের নিয়ে। কিন্তু মহিলা ক্রিকেট দল নিয়ে ক্রিকেটামোদীদের মাতামাতি নেই বললেই চলে। অথচ এবারের টি-২০ বিশ্বকাপে মুশফিকরা যখন ব্যর্থ তখন দারুণ সফল মহিলা ক্রিকেট দল। বিশ্বকাপের মূল মঞ্চে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল হারিয়েছে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডকে। শুধু তাই নয়, পারফরম্যান্সে নীরব বিপ্লব ঘটিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সালমা খাতুন। বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষ বোলারের স্থানটি দখল করেছেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার। তাছাড়া টি-২০ বিশ্বকাপে সেরা পারফরমারদের নিয়ে গড়া আইসিসির সেরা একাদশেও জায়গা পেয়েছেন সালমা।
টি-২০ বিশ্বকাপে ব্যাট খুব একটা ভালো করতে পারেননি সালমা। তবে বল হাতে ঠিকই জ্বলে উঠেছিলেন। তার ঝুলিতে জমা হয়েছে ৮ উইকেট। ব্যাটে-বলে দারুণ এই পারফরম্যান্সের জন্য জায়গা পেয়েছেন টুর্নামেন্টের সেরা একাদশে। বাংলাদেশের জন্য এটা অনেক বড় ঘটনা। কেননা এর আগের কোনো ক্রিকেটারই টুর্নামেন্টের সেরা একাদশে সুযোগ পাননি।
সাকিব আল হাসান বেশ কয়েক বার বিশ্বসেরা অলরাউন্ডার হয়েছেন। কিন্তু এছাড়া দেশের আর কোনো ক্রিকেটারই আইসিসির কোনো র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠতে পারেননি। কী বোলার, কী ব্যাটসম্যান -কেউই শীর্ষে জায়গা করে নিতে পারেননি। তাছাড়া সেরা দশেই আসার সুযোগ পেয়েছেন মাত্র কয়েক ক্রিকেটার।
তবে সালমা বাংলাদেশের প্রথম কোনো ক্রিকেটার হিসেবে আইসিসির বোলিংয়ে শীর্ষে জায়গা করে নিলেন। বোলিংয়ে চমক দেখিয়ে বাংলাদেশ দলের অধিনায়ক নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেলেন। অথচ সালমাকে মিডিয়ায় খুব একটা মাতামাতি নেই। এতো বড় অর্জন নিয়েও উচ্ছ্বাস নেই সাধারণ মানুষের মধ্যে।
ক্রিকেটারদের ভালো কিংবা খারাপ পারফরম্যান্স নিয়ে অনবরত পোস্টমোর্টেম হয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। কিন্তু সালমার এতো বড় অর্জন নিয়ে লেখা কোনো স্ট্যাটাসও চোখে পড়েনি। আসলে বাংলাদেশে ক্রিকেটের যে জোয়ার সবটাই তো ছেলেদের ক্রিকেটকে ঘিরে। মেয়েদের ক্রিকেটের প্রতি আগ্রহ নেই বললেই চলে। তাই তো দেখা যায়, টি-২০ বিশ্বকাপের ফাইনালের দিন যখন মেয়েরা খেলছিল তখন মিরপুরের গ্যালারি ছিল একেবারে ফাঁকা। পুরো স্টেডিয়ামে যেন হাতেগোনা কয়েকজন দর্শক। অথচ ছেলেদের ম্যাচ শুরু হওয়ার আগে কানায় কানায় পূর্ণ হয়ে যায় স্টেডিয়াম। মুশফিকরা ভালো কোনো কিছু করলে কিংবা ব্যর্থতা নিয়ে ফেসবুকে কাটাছেঁড়া হয় অনেক। বিশ্বকাপে বাংলাদেশ হংকংয়ের কাছে পরাজয়ের ব্যঙ্গ করে অনেক লেখালেখি হয়েছে। অথচ মেয়েরা যখন শ্রীলঙ্কার মতো শক্তিশালী দলকে হারাল, তারপর আয়ারল্যান্ডের মতো দলকে পরাজিত করল তখন আর উচ্ছ্বাসটা চোখে পড়েনি। সালমার এই অর্জন নিয়েও যেন তারা ভাবলেশহীন। তবে দর্শকরা উচ্ছ্বাস দেখাক বা না দেখাক, সালমা ঠিকই নিজের কাজটা করে যাচ্ছেন সুচারুভাবে।