১৭টি গ্রান্ড স্ল্যাম জয়ী সুইস টেনিস লেজেন্ড রজার ফেদেরার এ বছর ফ্রেঞ্চ ওপেন নাও খেলতে পারেন বলে আভাস দিয়েছেন। ফেদেরারের স্ত্রী মিরকা তাদের তৃতীয় সন্তানের জন্ম দিতে যাচ্ছেন। তাই এ বছরের ফ্রেঞ্চ ওপেন না খেলার সম্ভাবনা রয়েছে তার।
ফেদেরার ও মিরকা দম্পতির ইতোমধ্যে একজোড়া যমজ মেয়ে আছে। গত ডিসেম্বরেই তারা বলেছেন যে তাদের ঘরে আরেকটি সন্তান আসছে। তবে ঠিক কখন তাদের তৃতীয় সন্তান জন্ম নিচ্ছে এ ব্যাপারে কিছুই জানাননি তারা।
ফেদেরার বলেন, হাসপাতালে স্ত্রীর পাশে থেকে তাকে সহায়তা করা আমার জন্য একটি অগ্রাধিকার। তিনি আরো বলেন, আমি পর্যাপ্ত টেনিস খেলেছি। একটি টুর্নামেন্ট বা একটি ম্যাচে না খেলা আমার জন্য তেমন কোনো পরিবর্তন নিয়ে আসবে না।