আগামী ফেব্রুয়ারি-মার্চে বিশ্বকাপ ক্রিকেট। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ক্রিকেটারদের এক-দুই মাস আগে সেখানে পাঠাতে চাইছে বিসিবি। বিশ্বকাপের প্রস্তুতির জন্য বাড়তি ওয়ানডে আয়োজনেরও পরিকল্পনা করছে ক্রিকেট বোর্ড। এজন্য জরুরি হয়ে পড়েছে প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরু। কিন্তু প্রিমিয়ার ক্রিকেটের কোনো সময় ঠিক করেনি বিসিবি। প্রিমিয়ার ক্রিকেটের সময় নির্ধারিত না হলেও বিপিএলের তৃতীয় আসর করার একটি সম্ভাব্য সময় নির্ধারণ করেছে বোর্ড। নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে যে কোনো সময় শুরু হতে পারে বিপিএল।
বিপিএলের দ্বিতীয় আসরে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকায় টেস্ট ক্রিকেটের সর্ব কনিষ্ঠ সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুলসহ ১০ জন ক্রিকেটার ও ক্রীড়া সংগঠককে দোষী সাব্যস্থ করে আকসু। এরপর তিন সদস্যের একটি ট্রাইবুন্যাল গঠন করে বিসিবি। দীর্ঘদিন তদন্ত করে সাতজনকে নির্দোষ ঘোষণা করে ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের এই রায়ে সন্তুষ্ট হয়নি বিসিবি ও আইসিসি। শোনা যায়, আগামী ২০ এপ্রিল আইসিসি এ বিষয়ে একটি রিপোর্ট পাঠাবে। তারপর হয়তো আশরাফুল, কৌশল্য লুকারেচ্চি ও ল্যু ভিনসেন্টের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে ট্রাইব্যুনাল। রায় নিয়ে যেমন অসন্তুষ্ট বিসিবি ও আইসিসি। তেমনি আন্তর্জাতিক ক্রিকেট সংগঠন ফিফা অসন্তুষ্ট ক্রিকেটারদের অর্থ না পাওয়ায়। ফিফা ক্রিকেটারদের অনুরোধ করেছে, যাতে বিপিএলে অংশ না নেয়। সব বিতর্ককে দূর করে বিসিবি এবার চাইছে নিজেদের ব্যানারে আয়োজন করতে। বিপিএলের তৃতীয় আসর আয়োজন প্রসঙ্গে বিসিবি পরিচালক ও বিপিএল সদস্যসচিব ডা. ইসমাইল হায়দার মলি্লক বলেন, 'বিসিবি চাইছে বিপিএল হউক। এজন্য একটি সম্ভাব্য তারিখও নির্ধারণ করা হয়েছে। নভেম্বর-জানুয়ারি মাসের মধ্যে ক্রিকেট দলের আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটের পঞ্জিকা দেখেই তারিখ চূড়ান্ত করা হবে।' বিশ্বকাপের আগে বিসিবির বিপিএল আয়োজনের চিন্তা ভাবনায় অবাক অনেকেই। কেননা বিশ্বকাপ ক্রিকেট ৫০ ওভারের। সেখানে ২০ ওভারের ম্যাচ খেলে কতটা প্রস্তুতি ভালো হবে, সে বিষয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। বিসিবি বিপিএলের সম্ভাব্য তারিখ ঠিক করলেও জরুরি ঢাকা প্রিমিয়ার ক্রিকেট মাঠে গড়ানোর বিষয়ে কোনো সিদ্ধান্তই নিতে পারছে না। যদিও বিসিবি পরিচালক মলি্লক জানিয়েছেন, প্রিমিয়ার ক্রিকেট হবেই, 'প্রিমিয়ার ক্রিকেট না খেললে ক্লাবগুলোর কি লাভ হবে? তাদের অস্তিত্বই থাকবে কীভাবে? প্রিমিয়ার ক্রিকেট হবে বলেই মনে করি।' হওয়ার বিষয়ে নিশ্চয়তা জানালেও সময়ের উল্লেখ করেননি।
বিপিএলের আয়োজক বিসিবি। কিন্তু মাঠে নামিয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি গেম অন। সম্প্রচার স্বত্বের অর্থ নিয়ে গেম অনের সঙ্গে একটা ঝামেলা রয়েছে বিসিবির। বিসিবি বলছে, তারা ১৯ কোটি টাকা পাবে গেম অন থেকে। এ নিয়ে বহুবার দেন-দরবার হয়েছে দুই পক্ষের মধ্যে। কিন্তু সমাধান হয়নি পুরোপুরি। গেম অনেরও বেশ কিছু বিষয়ে অভিযোগ ছিল। পাকিস্তানি ক্রিকেটাররা খেলতে না পারায় তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা ছিল ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির অন্যতম অভিযোগ। তারপরও বিসিবির দাবি মেনে গেম অন ১০ কোটি টাকার চেক দিয়েছে, জানান বিপিএল সদস্যসচিব মল্লিক, 'গেম অন আমাদের ১০ কোটি টাকার চেক দিয়েছে। এরমধ্যে আড়াই কোটি টাকা পেয়েছি। ২০ এপ্রিল আরও আড়াই কোটি টাকা পাব। বাকি পাঁচ কোটি টাকা সহসাই পাব।' বাকি নয় কোটি টাকার বিষয়ে বিসিবি ও গেম অনের মধ্যে একটি সমঝোতা হবে বলেই মনে করেন বিপিএল সদস্যসচিব। বিশ্বকাপের জন্য প্রস্তুতির কথা মাথায় রেখে বিপিএলের আয়োজন করলে, সেটা হাস্যকর হবে কোনো সন্দেহ নেই। যদিও ২০১২ সালে এশিয়া কাপের আগে বিপিএল খেলে আত্মবিশ্বাসী হয়ে উঠেছিল ক্রিকেটাররা। কিন্তু বাজিমাত কি সব সময়ই হয়?