দলের সবচেয়ে দামি ফুটবলার সনি নর্দেকে ছাড়াই শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে আজ দ্বিতীয়পর্ব শুরু করতে হচ্ছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পেশাদার লিগে তাদের প্রতিপক্ষ হয়ে মাঠে নামবে চট্টগ্রাম আবাহনী। ক্লাব সভাপতি মনজুর কাদেরের অনুমতি নিয়ে বেলজিয়াম একটি দলের হয়ে ট্রায়াল ম্যাচ খেলতে হাইতিয়ান এ স্ট্রাইকার ১১ এপ্রিল ঢাকা ছাড়েন। কথা ছিল ১৪ এপ্রিলই তিনি ঢাকায় ফিরবেন। না আসাতে ক্লাব থেকে বেলজিয়ামে যোগাযোগ করা হলে সনি জানান ১৬ এপ্রিল ফিরবেন। পরে আবার নিজেই ফোন করে জানান ১৭ এপ্রিলে আসার কথা। গতকাল শেখ জামালের ফুটবল ম্যানেজার আনারুল করিম হেলালের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায়, ভিসা মেয়াদে জটিলতায় সনি ১৯ এপ্রিল ঢাকায় ফিরবেন। জটিলতা দূর করতে ক্লাব থেকে জরুরি কাগজপত্র গতকালই সনির কাছে পাঠানো হয়েছে। তিনি বলেন, আশা করছি ও ১৯ এপ্রিলই ফিরবে এবং ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে পরবর্তী ম্যাচে মাঠে নামবেন। হেলাল নয়, পুরো ক্লাবই আশা করছে সনি ফিরে আসবেই। কিন্তু ভেতরে ভেতরে ঊর্ধ্বতন কর্মকর্তারা সংশয়ে ভুগছেন। কেননা গুঞ্জন উঠেছে সনি বেলজিয়ামে গেলেও ওর মূল লক্ষ্য নাকি মোহনবাগানের সঙ্গে চুক্তি করা। আইএফএ শিল্ডে খেলার সময় মোহনবাগানের পাশাপাশি ইস্টবেঙ্গল ও কলকাতা মোহামেডান সনিকে দলে নেওয়ার আগ্রহ প্রকাশ করে। পরে মোহনবাগানের সঙ্গে পারিশ্রমিকে বনিবনা হওয়াতে এখানেই খেলতে রাজি হন। তবে শেখ জামালের সঙ্গে পুরো মৌসুম চুক্তি থাকাতে সমস্যা হয়ে দাঁড়ায়। সুতরাং সনি যদি এখন মোহনবাগানে খেলতে চান তাহলে শেখ জামালের সঙ্গে চুক্তি ভঙ্গ করতে হবে। শুধু তাই নয় চুক্তি অনুযায়ী পুরো পারিশ্রমিকই সনির হাতে তুলে দিয়েছে শেখ জামাল। হেলাল বলেন, আমার বিশ্বাস সনি এ ধরনের প্রতারণার আশ্রয় নেবে না। মোহনবাগানে খেললে সে আমাদের মৌসুম শেষ করেই যাবে। তারপরও ফিরে না এলে আমরা আইনি ব্যবস্থা নেব।
শিরোনাম
- ভাতেও মিলল আর্সেনিক, এশিয়ানদের জন্য সতর্কবার্তা
- ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানো ৭০০ কোটি মানবিক হৃদয়ের দায়িত্ব
- ফিলিস্তিনি প্রধানমন্ত্রীকে পশ্চিম তীর সফরের অনুমতি দিল না ইসরায়েল
- ট্রাম্পের অনীহা সত্ত্বেও ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে চায় ইসরায়েল
- একতরফা যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার
- অস্ট্রেলিয়ায় ভয়াবহ ঢেউয়ের তাণ্ডব, প্রাণ গেল ৫ জনের
- ‘তথ্যসন্ত্রাস করে থামানো যাবে না’ প্রথম আলোকে হাসনাত আবদুল্লাহর চ্যালেঞ্জ
- ৩-১ গোলে পিছিয়ে থেকেও বার্সেলোনার দুর্দান্ত জয়
- সৌদিতে ২০ হাজার অবৈধ প্রবাসী গ্রেফতার
- আইপিএল মাতালেন ১৪ বছরের সূর্যবংশী
- শিশুসন্তানের সামনেই মাকে কোপাল সন্ত্রাসীরা, অভিযুক্ত গ্রেফতার
- সিরাজগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
- ১৬ বছরে শিক্ষা খাতকেও দলীয়করণ করা হয়েছে: খোকন
- বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বিএনপির শুভেচ্ছা
- প্রথমে স্থানীয়, পরে জাতীয় নির্বাচন চায় জামায়াত
- স্বর্ণের দাম আবারও বেড়েছে
- শিবচরে ইয়াবা ও ককটেল উদ্ধার
- আ. লীগ নেতার চাঁদা আদায় আড়াল করতে বিএনপির নেতার নামে মিথ্যাচারের অভিযোগ
- আবাসিকে নতুন গ্যাস সংযোগের বিষয়ে তিতাসের সতর্কবার্তা
- লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবকদল কর্মীর খুনিদের বিচার চেয়ে মানববন্ধন
সনি নর্দেকে নিয়ে ধূম্রজাল
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর