ম্যাচ তিন দিনের। কিন্তু এক দিন হাতে রেখেই জিতে গেছে বিকেএসপি। ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানটি বরিশালকে হারিয়েছে ইনিংস ও ৬৮ রানে। ইয়ং টাইগার্স ক্রিকেটের অন্য খেলাগুলোতে রংপুরের বিপক্ষে সুবিধাজনক অবস্থানে রয়েছে খুলনা। ঢাকা মেট্রোর বিপক্ষে ভালো অবস্থানে সিলেট এবং জমে উঠেছে ঢাকা দক্ষিণ ও রাজশাহী ম্যাচ।
বরিশাল ইনিংস ব্যবধানে হেরেছে ব্যাটিং ব্যর্থতায়। প্রথমে ব্যাটিং করে বিকেএসপির সংগ্রহ ছিল ২৫৬ রান। জবাবে প্রথম ইনিংসে মাত্র ৮০ রানে গুটিয়ে যায় বরিশাল। ফলোঅন করতে নেমে অলআউট হয় ১০৮ রানে। রংপুরের প্রথম ইনিংসে ১৯০ রানের জবাবে খুলনার সংগ্রহ ছিল ২২৫। ৩৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১০২ রান করেছে রংপুর। এগিয়ে রয়েছে মাত্র ৬৭ রানে। সিলেট প্রথম ইনিংসে ৭ উইকেটে ২২৩ রান করে ইনিংস ঘোষণা করে। জবাবে ঢাকা মেট্রো অলআউট হয় ১১১ রানে। ১১২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৯৮ রান তুলে এগিয়ে গেছে ২১০ রানে।