দ্বিতীয় পর্বে পাল্টে গেছে ব্রাদার্স ইউনিয়ন। আবাহনীর অপরাজয়ের রেকর্ড ভেঙে দেওয়ার পর দুর্ভাগ্যক্রমে শেখ জামালের কাছে হেরে যায়। গতকাল আবার ঘুরে দাঁড়ালো একসময় তৃতীয় শক্তি বলে খ্যাত দলটি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত নিটল টাটা পেশাদার ফুটবল লিগের দ্বিতীয় পর্বের লড়াইয়ে তারা ১-০ গোলে চ্যাম্পিয়ন শেখ রাসেলকে হারিয়ে দেয়। প্রথমার্ধের শেষ মুহূর্তে অ্যাকন মূল্যবান গোলটি করেন। এ জয়ে তাদের যেমন ভালো অবস্থানে যাওয়ার সম্ভাবনা জেগে উঠেছে, তেমনিভাবে হেরে যাওয়াতে শেখ রাসেলের শিরোপা ধরে রাখার আশা প্রায় শেষ হয়ে গেছে। ১২ ম্যাচে দুই দলেরই পয়েন্ট এখন ১৬ করে।