'অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর' এই প্রবাদ বাক্যের মর্মার্থ বার্সেলোনার চেয়ে কে আর বেশি বুঝেছে! গত কয়েকটা সপ্তাহ ধরেই তো অফ ফর্ম বার্সেলোনা সমালোচনার তীরে ক্ষত-বিক্ষত হচ্ছে। এরচেয়েও বড় পরাজয়ের মুখোমুখি বার্সেলোনা। টিটো ভিলানোভা নামক যে বীরকে তারা 'ক্যান্সার' যুদ্ধে পাঠিয়েছিল, সেই বীর ফিরেছেন কফিন হয়ে। ভিলানোভা। বার্সেলোনার একজন বীর হিসেবেই তার স্বীকৃতি। কি দুর্দান্ত প্রতাপেই না তিনি একজন যোগ্য কোচ হিসেবে বার্সেলোনাকে এনে দিয়েছিলেন লা লিগার শিরোপা (২০১২-১৩)। ১০০ পয়েন্ট অর্জনের রেকর্ডটা তার হাত ধরেই এসেছে ন্যু ক্যাম্পে। পুরো স্পেন আজ শোকে মুহ্যমান। পুরো ফুটবল দুনিয়ায় আজ মাতম উঠেছে। ৪৫ বছর বয়সী ভিলানোভাকে হারানোর বেদনায় স্প্যানিশ পত্রিকাগুলো প্রকাশ করেছে বিশেষ সংখ্যা। এমনকি রিয়াল মাদ্রিদের সমর্থক পত্রিকা মার্কাও প্রথম পৃষ্ঠা জুড়ে ভিলানোভার ছবিসহকারে 'গুডবাই, টিটো, ইওর স্ট্রাগল ওয়াজ এ লেসন টু আস' শিরোনামে রিপোর্ট করেছে। বার্সেলোনা সংক্রান্ত কোনো সংবাদ এই প্রথমবার এতটা গুরুত্বসহকারে ছাপলো মার্কা। 'গুডবাই' নামক ১২ পৃষ্ঠার এক ক্রোড়পত্রও প্রকাশ করেছে মার্কা। তাদের প্রতিবেদনে টিটো ভিলানোভা সম্পর্কে মরিনহোর একটা মূল্যায়নও রয়েছে। ২০১১ সালে হোসে মরিনহো একবার ম্যাচ শেষে মন্তব্য করেছিলেন, (ভিলানোভা) বাহাদুরি, সাহস, কঠোর পরিশ্রম, দায়িত্বশীলতা এবং অনন্য সাধারণের প্রতীক।