মহিলা কাবাডি
১০টি দল নিয়ে আজ থেকে শুরু হচ্ছে মার্সেল এলইডি টেলিভিশন আন্তঃবিভাগীয় মহিলা কাবাডি প্রতিযোগিতা। অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে- ঢাকা, ফরিদপুর, জামালপুর, নড়াইল, ঝিনাইদহ, রাজশাহী, পঞ্চগড়, কুমিল্লা, বরিশাল ও হবিগঞ্জ। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে দুটি ওয়ালটন এলইডি টেলিভিশন এবং সেরা খেলোয়াড়কে হোম অ্যাপিয়েন্স দেওয়া হবে। আজ বিকাল ৪টায় প্রতিযোগিতার উদ্বোধন করবেন ফেডারেশন সভাপতি ও পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার। টুর্নামেন্ট থেকে ৮, প্রতিভা অন্বেষণ ৭ এবং জাতীয় দলের ১০ জনকে নিয়ে এশিয়ান গেমসের ক্যাম্প শুরু হবে।
ঝুঁকি
ঝুঁকিতে আছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ফুটবলাররা। গতকাল নাম প্রকাশে অনিচ্ছুক এই দলের এক খেলোয়াড় জানালেন, আগে যখন ক্লাব মাঠে অনুশীলন করতাম তখন কোনো দুশ্চিন্তা থাকত না। এখন মাঠকে কেন্দ্র করে পরিবেশবাদীদের সঙ্গে ক্লাবের দ্বন্দ্ব দেখা দেওয়াতে নির্ভয়ে অনুশীলন করতে পারছি না। বলতে পারেন ঝুঁকি নিয়ে প্রশিক্ষণে নামছি।
হাসি লাগে
পেশাদার ফুটবল লিগে রেফারির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেক ক্লাবই অভিযোগ করে বলছেন, রেফারিদের ওপর আস্থা রাখা যায় না তারা ইচ্ছা করে বিশেষ এক দলের পক্ষ নিচ্ছে। এ ব্যাপারে ফিফা ব্যাজধারী সাবেক এক রেফারি বললেন, এসব শুনে হাসি লাগে। কারণ আমাদের ওপর আস্থা হারানোর কোনো কারণ দেখছি না। ক্লাবগুলো সৎ ও ফলাফল মেনে নেওয়ার মানসিকতা থাকলে ম্যাচে হট্টগোল হওয়ার প্রশ্ন ওঠে না।
কলকাতার হার
আইপিএলে জয় পেয়েছে রাজস্থান রয়েলস ও কিংস পাঞ্জাব। গতকাল আবুধাবিতে অনুষ্ঠিত দুই ম্যাচে রাজস্থান ৬ উইকেটে ব্যাঙ্গালুরুকে ও কিংস পাঞ্জাব ২৩ রানে কলকাতাকে পরাজিত করে। টসে হেরে ব্যাট করতে নেমে ব্যাঙ্গালুরুর মাত্র ৭০ রানে অলআউট হয়ে যায়। পরে রাজস্থান হাতে ৬ উইকেট রেখে জিতে যায়। দিনের দ্বিতীয় ম্যাচে পাঞ্জাব প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৩২ রান সংগ্রহ করলেও শেষ পর্যন্ত সাকিববিহীন কলকাতা ১০৯ রানে অলআউট হয়ে যায়।
ক্ষতিপূরণ
শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডকে বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়ালস ক্রিকেট বোর্ড (ইসিবি)। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই কোচ পল ফারব্রেচকে ছেড়ে দেওয়ার জন্য শ্রীলঙ্কাকে দেড় লাখ পাউন্ড দিয়েছে। শ্রীলঙ্কার সঙ্গে দুই বছরের চুক্তি ছিল পল ফারব্রেসের। ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত শ্রীলঙ্কাতেই থাকার কথা ছিল। কিন্তু পাঁচ মাস দায়িত্ব পালনের পর লঙ্কান দলের দায়িত্ব ছেড়ে ইংল্যান্ড দলের সহকারী কোচের দায়িত্ব নেন ফারব্রেস।