আগের চেয়ে আয় কমে গেছে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার। তবুও তিনি নাকি গত বছর বিভিন্ন ক্ষেত্রে তার ওপর নির্ধারিত উচ্চ মাত্রার ট্যাক্স পরিশোধ করেছেন।
গত বছর ওবামার আয়-ব্যয়ের হিসাব নিয়ে প্রকাশিত ট্যাক্স ও আইআরএস তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এ খবর জানা গেছে।
জানা গেছে, ২০১২ সালে ওবামার মোট বার্ষিক আয় ছিল ৬ লাখ ৮ হাজার ৬১১ ডলার। কিন্তু ২০১৩ সালে তা দাঁড়িয়েছে ৪ লাখ ৮১ হাজার ৯৮ ডলারে। এর মধ্যে তিনি মোট অর্থের ২০ দশমিক ৪ শতাংশ পরিশোধ করেছেন ট্যাক্স। ২০১২ সালে এর পরিমাণ ছিল ১৮ দশমিক ৪ শতাংশ।
এছাড়া ওবামা এবং তার স্ত্রী মিসেল ওবামা বিভিন্ন দাতব্য কাজে দান করেছেন ৫৯ হাজার ২৫১ ডলার।
অবশ্য আয়কর বাড়ার বিয়টি ওবামার কাছে কাঙ্ক্ষিই ছিল। কারণ তার সরকারই দেশটিতে ধনী ব্যক্তিদের জন্য আয়করসীমা বৃদ্ধি করেছে।
২০০৯ সাল থেকেই মার্কিন প্রেসিডেন্টের আয় ক্রমান্বয়ে কমছে। সে বছরই প্রথম তিনি হোয়াইট হাউজে আসেন। সেবছর তার অধিকাংশ আয়ই আসে নিজের লেখা বই 'ড্রিমস ফ্রম মাই ফাদার' এবং 'দ্য অডাসিটি অব হোপ' এর বিক্রি থেকে।
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ওবামার মাসিক বেতন মোট ৪ লাখ ডলার।