পার্বতীপুর-ঠাকুরগাঁও-লালমনিরহাট রেলপথে গত এক সপ্তাহ ধরে ডেম্যু ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলে এই পথে যাতায়াতকারী ডেম্যু ট্রেনের যাত্রী সাধারণ ডেম্যু ট্রেন চলাচল চরম দুর্ভোগে পড়েছেন।
পার্বতীপুর রেলওয়ে জংশন থেকে দিনাজপুর হয়ে ঠাকুরগাঁও পর্যন্ত একটি এবং রংপুর হয়ে লালমনিরহাট পর্যন্ত একটি। এই দুইটি ডেম্যু ট্রেন এই দুই রেলপথে নিয়মিত চলাচল করতো।
কিন্তু গত রবিবার ৬ এপ্রিল থেকে এই দুই রেলপথে ডেম্যু ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। ফলে এই সব রেলপথে ডেম্যু ট্রেনে যাতায়াতকারী যাত্রী সাধারণকে চরম দুর্ভোগে পড়তে হয়েছে।
পার্বতীপুর রেলওয়ে স্টেশন মাষ্টার শেখ আব্দুল জব্বার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, পার্বতীপুর-ঠাকুরগাঁও-লালমনিরহাট রেলওয়ে রুটে চলাচলকারী এক জোড়া ডেম্যু ট্রেনের একটির ইঞ্জিন বিকল এবং অন্যটি দুষ্কৃতিকারীদের হাতে ঠাকুরগাঁও রুটে ভাঙচুর হওয়ার কারণে গত ৬ এপ্রিল থেকে এসব রুটে ডেম্যু ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে মেরামতের চেষ্টা চলছে। তবে কবে নাগাদ চালু হবে তা নিশ্চিত করে রেল কর্তৃপক্ষ বলতে পারছে না।