ব্রাজিলিয়ায় তারকা ফুটবলার নেইমার নাকি নতুন করে প্রেমে পড়েছেন। স্পেনের ক্রীড়া পত্রিকাগুলোতে এ খবরটি প্রকাশিত হবার পর আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন ২২ বছর বয়সী এই খেলোয়াড়। আরও চমকপ্রদ তথ্য হলো নেইমারের প্রেমিকা তার চেয়ে বয়সে ৪ বছরের বড়।
স্পেনের ক্রীড়া পত্রিকা এল মুন্ড দেপোর্টিভো জানিয়েছে, স্পেনের আইনজীবী এলিজাবেথ মার্টিনেজের সঙ্গে প্রায় একমাস ধরে ডেটিং করছেন বার্সেলোনার এই স্ট্রাইকার। নেইমার এই ব্যাপারে কিছু না বললেও সম্প্রতি তিনি টুইটারে ২৬ বছর বয়সী এলিজাবেথের আবেদনময়ী দুটি ছবি শেয়ার করেছেন। আর তারপরই চারদিকে এ বিষয়ে গুনগুনানি শুরু হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৮ জানুয়ারি, ২০১৫/ রশিদা