গত মৌসুমে চেলসি ছিল চ্যাম্পিয়ন। কিন্তু ছন্দ হারিয়ে সেই হোসে মরিনহোর শিষ্যরা এবার থামল চতুর্থ রাউন্ডে। বুধবার স্টোক সিটির বিপক্ষে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে হ্যাজার্ড-কস্তা-অস্কার-উইলিয়ানরা।
ব্রিটান্নিয়া স্টেডিয়ামে প্রথমার্ধ গোল শূন্যভাবে শেষ হয়। বিরতি থেকে ফিরে ৫২ মিনিটে স্টোককে লিড এনে দেন আইরিশ স্ট্রাইকার জোনাথন ওয়াল্টার্স। ম্যাচে ফিরতে প্রাণপণ চেষ্টা চালালেও পেরে উঠছিলেন হ্যাজার্ড-উইলিয়ানরা। তবে অন্তিত মুহূর্তে চেলসিকে সমতায় ফেরান ফ্রেন্স স্ট্রাইকার লইক রেমি। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।
ইনজুরি সময়ের শেষ মিনিটে ডিফেন্ডার ফিল বার্ডসলির লাল কার্ডে দশজনের দলে পরিণত হয় স্টোক। কিন্তু, তাতেও প্রতিপক্ষের ডিফেন্স দেয়াল ভাঙতে পারেনি ব্লুজরা। শেষ পর্যন্ত টাইব্রেকারে ম্যাচের নিষ্পত্তি ঘটে।
পেনাল্টি শুটআউটে প্রথম ৯টি শট থেকেই গোল আদায় করে নেন ফুটবলাররা। কিন্তু, ১০নং শটটি মিস করেন চেলসির সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড় এডেন হ্যাজার্ড। সঙ্গে সঙ্গেই জয়োৎসবে মাতে স্বাগতিকরা। আর পরাজয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়ে গত আসরের চ্যাম্পিয়নরা।
বিডি-প্রতিদিন/২৮ অক্টোবর, ২০১৫/মাহবুব