শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৫’র দ্বিতীয় সেমিফাইনালে দুর্দান্ত খেলে ফাইনালে উঠেছে ভারতের টপ ফেভারিট কলকাতার কিংফিশার ইস্টবেঙ্গল। এপার বাংলার ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডানকে ৩-০ গোলে পরাজিত করে দলটি।
এমএ আজিজ স্টেডিয়ামের সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে শুরু হওয়া উত্তেজনাপূর্ণ এ ম্যাচে প্রথমার্ধের ১০ মিনিটে গোল করে রন্টি মার্টিন্স। এ সময় ডি বক্সের ভেতর ঝুঁকিপূর্ণ বল ক্লিয়ার না করে আশপাশে মোহামেডানের পাঁচ ফুটবলার হতভম্বের মতো দাঁড়িয়ে ছিলেন।
দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে মোহামেডানের ডিফেন্ডারদের ভুলের সুযোগ কাজে লাগিয়ে দলের দ্বিতীয় গোলটি করেন মোহাম্মদ রফিক। ৫৯ মিনিটে মার্টিন্স হেড করে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন।